ছুটির মুডে অভিনেত্রী দেবলীনা, কোথায় ঘুরতে গেলেন?

অভিনেত্রী দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়ায় নিয়মিত। সেখানে তিনি নিজের নানা সুন্দর লুকের ছবি-ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো হটকেকের মতো ভাইরাল হয়েছে, যেখানে লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন সবাই।
নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে অভিনেত্রী কানে ঝোলা দুল পরেছেন, চুলও ছেড়ে রেখেছেন।

আরও পড়ুন
চুড়ির সঙ্গে মানানসই সাজে দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা মেকআপেই অনুগামীদের স্তব্ধ করে দিচ্ছেন দেবলীনা।
অভিনেত্রী বর্তমানে ছুটির মুডে রয়েছেন, দুবাই ঘুরতে গিয়ে নানা পোজে ছবি তুলেছেন তিনি। সেসব ছবি আবার অনুগামীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন গৌরব ঘরণী।
এবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে গোলাপি রঙের চুড়ি পরা ছবি পোস্ট করেছেন। দেবলীনা কুমার মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা, সে কথা কারো অজানা নয়।
এসএসএইচ