মুম্বাইয়ের রাস্তায় মদ্যপ সানি দেওলের মাতলামি!

মধ্যরাত। চারিদিক ফাঁকা ধু-ধু করছে। হঠাৎ দেখা গেল কেউ যেন হেঁটে আসছেন। সামনে আসতেই অবাক কাণ্ড! আরে সানি দেওল না। কিন্তু, এ কী অবস্থা তার। মুম্বাইয়ের জুহুর রাস্তায় কি সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা। তাকে ধরে অটোরিকশাতে তুলতেও দেখা গেল এক ব্যক্তিকে। কী এমন হয়েছে অভিনেতার? কেন এমন অবস্থা হলো তার?
মঙ্গলবার ভিডিওটি দেখেই চমকে উঠেছে সবাই। লোকেদের রীতিমতো নাড়িয়ে দিয়েছে এই ভিডিওটি। কারণ, সানি দেওলকে এমন রূপে দেখবে কেউ ভাবতেও পারেনি। এছাড়া, তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে, কখনো মদপান করেন না।
অবশ্য, সানি দেওলের ফ্যান পেজগুলোতে জানানো হয়েছে, অভিনেতার মদ্যপ অবস্থায় থাকার ভিডিওটি আসলে ইচ্ছে করেই বানানো। সেখানে বলা হয়, বর্তমানে মুম্বাইয়ে পরবর্তী সিনেমা সাফারের শুটিং করছেন সানি দেওল। আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা শশাঙ্ক উদপুরকর।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, সাফারকে ২০২০ সালের মারাঠি ভাষার চলচ্চিত্র প্রবাসের রিমেক বলা হয়। যা শশাঙ্ক নিজেই পরিচালনা করেছিলেন। এতে অশোক সরফ, পদ্মিনী কোলহাপুরে, বিক্রম গোখলে ও রজিত কপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরিচালককেও এই সিনেমায় একটি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।
চলতি বছরেই মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর ২’। বিশ্বব্যাপী প্রায় ৬৮৬ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এতে করে চলতি বছর শাহরুখ খানের জওয়ান ও পাঠানের পরে তৃতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্রে পরিণত হয়েছে এটি।
কেএ