সাবিত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন পরান, সামনে এলো অজানা তথ্য

সিনেমা রিলিজ হবে দেবের, আর দাদাগিরির মঞ্চে যাবেন না, এও আবার হয় নাকি? দেবকে বেশ ভালোবাসেন দাদাগিরি সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। তাই তো তার অনুষ্ঠানে যাওয়া যেন অভ্যাসের মতো হয়ে গেছে দেবের।
বরাবরের মতো, এবার সঙ্গে ছিলেন দুই প্রবীণ তারকা সাবিত্রী চট্টোপাধ্যায় ও পরান বন্দোপাধ্যায়। সেখানে হয় নানা রসিকতা। সাবিত্রী দেবীর বিয়ে নিয়ে নানা গল্প রয়েছে। একবার তিনি নিজেও জানিয়েছিলেন, যখনই প্রেম করতে গিয়েছেন বা বিয়ের প্ল্যানিং করেছেন, তখনই দেখেছেন তার একটা বউ আছে। এবারও, তিনি এমনই এক কথা বলছিলেন। কিন্তু, মাঝখানে যা বললেন…
সাবিত্রী দেবীর কথা শুনে হেসে লুটোপুটি খান পরান বাবু। তখনই সৌরভ বলে বসেন, পরান বাবুর হাসি থামছে না তো! এটুকু শুনেই সাবিত্রী দেবী যা বললেন, তাতে অবাক নয়নে চেয়ে রইলেন দেব!
বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী বলেন, আমার তো ওর (পরান) সঙ্গেও সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিল ও। কিন্তু বিয়ে আর করা হলো না।
ব্যাস এটুকু শুনেই স্টেজে উপস্থিত সবাই বেশ অবাক। দেব আর সোহম তো নিজের জায়গা ছেড়ে ঘুরে তাকালেন। এও সম্ভব! আর অন্যদিকে, সৌরভ বলে উঠলেন, কী করলেন পরান দা?
মুক্তি পাওয়ার অপেক্ষায় দেব অভিনীত সিনেমা ‘প্রধান’। এই সপ্তাহেই দাদাগিরির মঞ্চে দেখা যাবে গোটা প্রধানের টিমকে। ফের একবার, একসঙ্গে অনেক স্টারদের নিয়ে কাজ করছেন দেব। এই সিনেমায় কে নেই? এই সিনেমার মাধ্যমেই ডেবিউ করছেন সৌমীতৃষা। ফলে তাকে নিয়ে উত্তেজনাও কম নয়। বরাবরের মতো নিজের জন্মদিনে সিনেমা রিলিজ করছেন দেব। দেখা যাক, শাহরুখের রিলিজের পাশাপাশি দেব এবার নিজের কামাল করতে পারেন কিনা।
কেএ