রামমন্দির সাফাই করতে শুরু করলেন জ্যাকি, ভাইরাল ভিডিও

আগামী সোমবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের অযোধ্যার রামমন্দির। এ উপলক্ষ্যে বহু শিল্পপতি, রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর মাঝেই নজর কাড়লেন বলিউড তারকা জ্যাকি শ্রফ। মুম্বাইয়ের প্রাচীন রাম মন্দির চত্বর পরিষ্কারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা। মন্দির সাফাই অভিযানে জ্যাকির সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের স্ত্রী অম্রুতা ফডণবীশ।
কয়েক দিন আগে নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, রামমন্দির উদ্বোধনের সময়ে দেশের অন্যান্য তীর্থক্ষেত্রেও সাফাই অভিযানে জোর দিতে হবে। তারই অংশ হিসেবে বালতি হাতে মন্দিরে পরিষ্কার করতে বেরিয়ে পড়েন অভিনেতা।
আরও পড়ুন
এমনিতেই পরিবেশপ্রেমী বলে নাম ডাক রয়েছে জ্যাকির। বলিউডের যে কোনো অনুষ্ঠানে চারাগাছ নিয়ে যান উপহার হিসেবে। এ বার মন্দির সাফাইয়ের মাধ্যমে ফের একেবার পরিবেশ সচেতনতার কথাই যেন বললেন জ্যাকি।
এনএফ