ঢাকায় এসে বাংলায় কথা বলতে আপত্তি শর্মিলার! কিন্তু কেন?

ওপার বাংলার অভিনেত্রী শর্মিলা ঠাকুর বেশ ভালোই বাংলা বলতে পারেন। তবে ঢাকা এসেই বাংলা বলতে আপত্তি জানালেন তিনি। কথা বলেছেন ইংরেজিতে। অনুরোধের পরও তিনি বাংলায় কথা বলেননি।
জানা গেছে, বিশেষ আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় আসেন শর্মিলা ঠাকুর। একটি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে শর্মিলা ঠাকুর নিজের মনের কথা বলতে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন। কতটা আপ্লুত তিনি এই মঞ্চে আসতে পেরে সেটাই বলছিলেন। তখন তাকে এক ব্যক্তি অনুরোধ করে বলেন—ম্যাডাম বাংলা বলুন। তবে, এতেই আপত্তি জানালেন ভারতীয় এই অভিনেত্রী।
আরও পড়ুন
প্রকাশ্যে তিনি বললেন, এখানে বাংলা কেন বলতে যাব! সবাই তো জানে যে আমি বাংলা বলতে পারি। কী? আপনারা জানেন না? আমি তো বাংলা বলি সবসময়। কিন্তু, এটা তো একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনেক বিদেশের মানুষরা আছেন। সুতরাং, আমার মনে হয় ইংরেজিটা একদম ঠিক হবে।
সম্প্রতি বলিউডের এক রিয়ালিটি শোতে গিয়ে বাংলা নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন শর্মিলা। তার মন্তব্য ছিল-আমরা যদি হিন্দি ভাষা বুঝেতে বলতে পারি, তাহলে বাকিরা কেন বাংলা বলতে পারবেন না?
দীর্ঘদিন অভিনয়ে ফিরেছিলেন শর্মিলা। গুলমোহর ছবিতে, তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল।
এমএসএ