শাহরুখকে প্রথম দেখে যা ভেবেছিলেন জুহি

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম হিট জুটি শাহরুখ খান ও জুহি চাওলা। ‘ডর’, ‘বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘রাম জানে’-র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। পর্দায় দারুণ রসায়নের পাশাপাশি পর্দার বাইরেও দারুণ সম্পর্ক ছিল দুজনের। কিন্তু এই বলিউড বাদশাকে দেখে প্রথম দেখায় একেবারেই মনে ধরেনি জুহি চাওলার। বিশেষ করে ভালো লাগেনি শাহরুখের চেহারা।
‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমার সেটেই প্রথম দেখা হয় শাহরুখ-জুহির। সেই দেখাতেই শাহরুখকে একদমই ভালো লাগেনি অভিনেত্রীর। কারণ, ছবির প্রযোজক বিবেক বসওয়ানি তারকা হিসেবে শাহরুখের যে বর্ণনা দিয়েছিলেন, তার সঙ্গে মেলাতে পারেননি বাস্তবের শাহরুখকে।
‘এন্টারটেইনমেন্ট কি রাত শো’য়ে জুহি বলেন, “সিনেমার প্রযোজক আমাকে বলেছিলেন, তোমার হিরো ‘ফৌজি’ করে এর মধ্যেই জনপ্রিয়। ও অনেকটা আমির খানের মতো দেখতে। আমি ভেবেছিলাম, আমিরের মতোই মিষ্টি মুখের চকোলেট বয় টাইপ দেখতে হবে। তাই রাজিও হয়েছিলাম সিনেমাটি করতে।”
কিন্তু শুটিংয়ে পৌঁছে শাহরুখকে দেখে হতাশ হয়েছেন বলেই জানান জুহি। তার কথায়, ‘সেটে পৌঁছে দেখি রোগা কালো একটা ছেলে। মোটেই হিরোর মতো দেখতে নয়।’ এরপর নাকি প্রযোজককে জুহি বলেছিলেন, কোন দিক থেকে সে আমিরের মতো দেখতে? আপনারা আমাকে ধোঁকা দিলেন! শোয়ে মজা করে জুহি বলেন, ‘শাহরুখকে তো আমিই স্টার বানিয়ে দিলাম।’