অস্কারে যেসব নিয়ম মানতে হবে তারকাদের

বিশ্বব্যাপী করোনার ভয়াবহতা আবারও বাড়ছে। এরমধ্যেই অনুষ্ঠিত হবে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল বসছে ৯৩তম আসর। স্বাস্থ্যবিধি মেনেই হবে এবারের আয়োজন।
এবার অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে আর মাত্র ৬ দিন পর।
করোনার কারণে এবার মঞ্চের জৌলুস খুবই কম থাকবে বলে জানা যায়। কোভিডের জন্য একাধিক সতর্কতা অবলম্বন করা হবে। তবে অন্যান্য পুরস্কারের মতো এখানে কোনো ভার্চুয়ালি অংশ নেওয়ার ব্যবস্থা থাকবে না।
অস্কারের ৯৩তম আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি জায়গাতে করোনা পরীক্ষার সুব্যবস্থা থাকবে। সেই সঙ্গে পুরো বিষয়টা দেখার জন্য থাকবে একটি সুরক্ষা টিম।
তারকাদের করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে ভেতরে। সঙ্গে অস্কার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের সবার মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক।
অস্কারের মূল অনুষ্ঠানের আগে ও পরে ভিড় জমে লাল কার্পেটে। যেখানে তারকারা দাঁড়ান ক্যামেরার সামনে। তবে এবার সেই ব্যবস্থা থাকছে না। এবারের আয়োজনে অংশ নিতে হলে মেনে চলতে হবে নানা নিয়ম। থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।
এমআরএম/জেএস