সারেগামাপার নতুন চ্যাম্পিয়নকে নিয়ে অসন্তোষ

ভারতের জি বাংলার সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা ‘সারেগামাপা’র বাংলা সংস্করণের এবারের আসর নিয়েও বিতর্ক উঠেছে। এবারও অপ্রত্যাশিত একজনকে চ্যাম্পিয়ন করার অভিযোগ আনা হয়েছে। আর এই নিয়ে কলকাতা, আগরতলার সংগীতভক্তরা সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছেন। শুধু তাই নয়, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তীর শীষ্য হওয়ায় চ্যাম্পিয়ন অর্কদীপ মিশ্র বিশেষ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর অধিক যোগ্যতা থাকার পরও ত্রিপুরার নীহারিকাকে বঞ্চিত করা হয়েছে। এমন সব অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ইমন চক্রবর্তী। প্রশ্নবিদ্ধ হয়েছে ‘সারাগামাপা’।
১৮ এপ্রিল (রোববার) ঘোষণা করা হয়েছে ‘সারেগামাপা’ ২০২০-এর বিজয়ী। অর্কদীপ মিশ্রর হাতে উঠেছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে নেটিজেনদের একটা বড় অংশের মতেই নীহারিকা বা আনুশকা অনেক বেশি যোগ্য এই ট্রফির। ইমন চক্রবর্তীর টিমের সদস্য অর্কদীপ, তিনি ইমনের 'গুরুভাই'ও বটে। নেটিজেনদের মতে, 'জাজমেন্ট একদমই ঠিক হয়নি, নিহারীকাই বেশি যোগ্য ছিল'।
আরিয়ান ঘোষ নামে একজন লিখেছেন, “এটা একেবারেই ভুল জাজমেন্ট হলো। নীহারিকা, আনুশকা অনেক অনেক বেশি যোগ্য ছিল। ‘সারেগামাপা’ বাংলার আজ পর্যন্ত সব কটা সিজন এর সব থেকে বেঠিক জাজমেন্ট হয়ে থাকবে এটি। খুবই শকিং এটা।”
একজন লিখেছেন, 'আমার মতে, যেখানে নীহারিকা শুরু থেকেই এত সুন্দর পারফরমেন্স করে এসেছে, সেখানে কিভাবে যে সেকেন্ড হলো, আমি বুঝতে পারছি না। আর অবাক করা বিষয়, আনুশকা কোনো স্থানই পেল না, অথচ ওই মেয়েটাই বরাবর নিজের প্রতিভা দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে এসেছে। বিদিপ্তাকে নিয়ে কোনো কথা বলব না, কারণ বিদিপ্তার গলা খুব মিষ্টি।’
দীর্ঘ ছয় মাসের আয়োজন শেষে ‘সারেগামাপা’র চলতি আসরের শেষ ছয়ে জায়গা করে নেন-অর্কদীপ মিশ্র, রক্তিম চৌধুরী, বিদীপ্তা চক্রবর্তী, জ্যোতি শর্মা, নীহারিকা নাথ এবং আনুশকা পাত্র। গ্র্যান্ড ফিনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ তিনে জায়গা করে নেয়-অর্কদীপ, নীহারিকা এবং বিদীপ্তা। দুই নারী প্রতিযোগিকে হারিয়ে শেষ হাসি হাসেন অর্কদীপ। নীহারিকা হন দ্বিতীয় আর তৃতীয় স্থান নিয়েই প্রতিযোগিতা শেষ করেন বিদীপ্তা।