বিয়ে করছেন অনুপম-প্রস্মিতা, ট্রলিং নিয়ে যা বললেন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। পাত্রী টলিপাড়ার সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল। তাই অনুরাগীদের মধ্যে তাদের নিয়ে কৌতূহল দানা বেঁধেছে সামাজিকমাধ্যমে।
প্রস্মিতা টলিপাড়ার একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন। অনুপমের সঙ্গেও তার দীর্ঘ দিনের পরিচয়। তবে সেই সম্পর্ক ছিল পেশাদার। বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন? প্রস্মিতা জানান, বিগত এক বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে এগোনোর। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন প্রস্মিতা এবং বিষয়টাকে তিনি ইতিবাচক দিক থেকেই দেখতে চাইছেন। প্রস্মিতা বললেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সবাই ভালো থাকলে আমরা ভালোই থাকব।’
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রলিং। এমনকি, সম্প্রতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর প্রকাশ্যে আসতেও শুরু হয় কটাক্ষ। এখন প্রস্মিতা আর অনুপমও কি সম্ভাব্য ট্রলিংয়ের জন্য প্রস্তুত?
এ বিষয় প্রস্মিতা বললেন, ‘আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। যাতে ‘নেতিবাচক’ মন্তব্য কম আসে, সে দিক থেকেও আমরা আশাবাদী।’
জানা যায়, আগামী ২ মার্চ দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনিভাবে বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।
এমএ