অঙ্কুশের ছোঁয়ায় কী হয়েছিল জানালেন শুভশ্রী!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ এপ্রিল ২০২১, ০৫:৫৬ পিএম


অঙ্কুশের ছোঁয়ায় কী হয়েছিল জানালেন শুভশ্রী!

করোনায় আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছে শুভশ্রী। বন্দিদশায় হাতে অফুরান সময়। ইনস্টাগ্রামে তাই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কিছুটা একঘেয়েমি কাটানোর চেষ্টায় ছিলেন তিনি।

নানা জনের নানা প্রশ্ন। সব ইনস্টাগ্রাম স্টোরিতে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। ভক্তরা তো বটেই, প্রশ্ন রাখতে বাদ পড়েননি শুভশ্রীর সহকর্মী বন্ধুরাও। এই যেমন অঙ্কুশ হাজরা লিখলেন, ‘গ্ল্যামার বাড়ল কী করে তোর?’ । এমন প্রশ্ন পেয়ে শুভশ্রীও মজা করে বললেন, ‘তোর ছোঁয়া পেয়ে অঙ্কুশ’।

হাসিঠাট্টার ক্ষেত্রে টলিউডে অঙ্কুশের জুড়ি মেলা ভার। আর এমন চটুল কথা শুনে কি আর চুপ করে থাকতে পারেন অভিনেতা! শুভশ্রীর সেই স্টোরি তুলে আনলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রত্যুত্তরে লিখলেন, ‘যাহ নটি’। অর্থাৎ শুভশ্রীও যে দুষ্টুমিতে তার থেকে পিছিয়ে নেই, সে কথা মেনে নিয়ে তাকে ‘দুষ্টু’র তকমা দিয়ে দিলেন অঙ্কুশ।

Dhaka Post

২০১৪ সালে এসকে মুভিজের প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অঙ্কুশ-শুভশ্রী। সেই সময় থেকেই গাঢ় হয় দু’জনের বন্ধুত্ব। এর পর কেটেছে বেশ কিছু বছর। তবে বদলায়নি বন্ধুত্বের রসায়ন। ইনস্টাগ্রামে দু’জনের খুনসুটি আরও একবার প্রমাণ করল সে কথা।

তবে হাসি ঠাট্টার মাঝেও স্বামী রাজ চক্রবর্তী এবং পুত্র ইউভানের অভাব বোধ করছেন অভিনেত্রী। নেটমাধ্যমে স্পষ্ট সেই ছাপ। বৃহস্পতিবার রাজের কেন্দ্র ব্যারাকপুরে ভোট চলছে। স্বামীর প্রতি ভালবাসা জানিয়ে তার একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার জয় নিশ্চিত’।

আনন্দবাজার

Link copied