করোনায় ভারতের পদক্ষেপ নিয়ে জুহির ক্ষোভ

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সংক্রমণের সংখ্যা প্রতিদিন লাখ ছাড়াচ্ছে, মৃত্যুর সংখ্যা হাজার। দেশেটির বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় বিধি জারি করা হয়েছে। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
তবে পদক্ষেপগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। মহামারির অবস্থা খারাপ হওয়ায় শুটিং বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সহমত পোষণ করেছেন এই তারকা।
জুটি চাওলা মনে করেন শুটিংয়ের সময় এক জায়গায় এত মানুষের জমায়েতের ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যায়। এছাড়া শুটিংয়ের সময় সকল কলাকুশলীদের ১২ ঘণ্টা ধরে মুখে মাস্ক পরে থাকতে হয়। যা তাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। তাই এই বিষয় আপত্তি জানিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেছেন, টানা এক ঘণ্টার বেশি মাস্ক পরে থাকলে তার নিজেরই শ্বাসকষ্ট হয়। আর শুটিংয়ের সময় কলাকুশলীরা টানা এতক্ষণ মাস্ক পরে থাকলে তাদের শরীর খারাপ হতে পারে বলেই মনে করেন জুহি।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জুহি বলেছেন, ‘মুখে মাস্ক পরে সারাক্ষণ থাকার ফলে আমার থেকে নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইডের মধ্যেই চলতে থাকে শ্বাস প্রশ্বাস। এই ভাবে চলতে থাকলে শরীর আরও খারাপ হয়ে পরবে।’
জুহির জানান, করোনা নিয়ে আলোচনা বা চর্চা যত বেশি করে হবে, মানুষ তত ভীত হয়ে উঠবে। আর এই ভয় বা চিন্তা থেকেই শ্বাসকষ্ট হচ্ছে অনেকের। ফলে তারা হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন। অথচ যাদের সত্যি প্রয়োজন তারা বেড পাচ্ছে না হসপিটালে। যার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে।
এমআরএম