চারদিকে সব ভণ্ড, বললেন সুবর্ণা মুস্তাফা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ এপ্রিল ২০২১, ০১:৩৫ পিএম


চারদিকে সব ভণ্ড, বললেন সুবর্ণা মুস্তাফা

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের অনেকের দেশের মতো বাংলাদেশেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এমন অবস্থায় সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। তবে এরমধ্যেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। 

করোনার এমন পরিস্থিতিতে বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সামাজিক মাধ্যমে তার মন্তব্য প্রকাশ করেছেন। যেখানে তিনি এক পোস্টে লেখেন, ‘লকডাউন আরও কঠোরভাবে কার্যকর করা উচিত। আমরা এখনও মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি। কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।’

Dhaka Post
সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা তার আরও এক পোস্টে লিখেছেন, ‘চারদিকে সব ভণ্ড। লক ডাউন দেয় না কেনও, লকডাউন চাই না, নিয়ম না মানলে শাস্তি দেওয়া উচিত, কেন মানুষ রাস্তায় হয়রানি করা হচ্ছে?’

এই পোস্টে সুবর্ণা মুস্তাফা দেশের করোনার পরিস্থিতি নিয়ে জনগণের মন্তব্য তুলে ধরেছেন। তিনি আরও যোগ করে লেখেন, ‘জনগণের চিন্তার উন্নতি প্রয়োজন। আমরা কি নিরাপদ থাকতে চাই, নাকি করোনায় প্রাণ হারাতে চাই? গত বছর থেকে না খেয়ে কেউ মারা যায়নি। কিন্তু মহামারিতে হাজারও মানুষের মৃত্যু হয়েছে।’

উল্লেখ্য, করোনার কবলে পড়েছেন দেশের অনেক তারকা। কেউ সুস্থ হয়ে ফিরেছেন, আবার কেউ মহামারির কাছে হেরে পাড়ি দিয়েছেন ওপারে। 

এমআরএম

Link copied