‘রক অ্যান্ড রিদম ৪.০; রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট ১০ মে

বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য এ বছরে সবচেয়ে বড় চমক থাকছে অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের সানসিল্ক প্রেজেন্টস ‘রক অ্যান্ড রিদম ৪.০; রেজারেকশন অব ব্ল্যাক’। অ্যাডভেন্টর কমিউনিকেশন্স বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কথা চিন্তা করে অসাধারণ লাইন আপে সাজিয়েছে তাদের এই কনসার্ট। বর্নিল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ মে।
এই কনসার্টের মূল আকর্ষণ ব্ল্যাক, তারা প্রায় দুই দশক পর তাদের পুরোনো লাইনআপে পারফর্ম করবে। বাংলাদেশের দর্শকরা প্রায় দুই দশক ধরে অপেক্ষা করছিল তাদের একটি লাইভ কনসার্টের জন্যে। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড শিল্পী অনি হাসানও প্রায় ১১ বছর পর বাংলাদেশে এই কনসার্টে লাইভ পারফর্ম করবেন।
এছাড়া, বিখ্যাত ব্যান্ড রিকল প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে এই কনসার্টে। আরও বড় আকর্ষণ হিসেবে এই কনসার্টে থাকবে পপাই বাংলাদেশ, ক্রিপটিক ফেইট, ওল্ড স্কুল, ও ফারুক ভাই প্রজেক্ট। দর্শকরা প্রবল আগ্রহে অপেক্ষায় আছে এই কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার অন্যতম বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি এক্সপো জোনে। আয়োজকদের ভাষ্যমতে, এই কনসার্টটিতে দর্শকরা এক অন্যরকম অভিজ্ঞতা পাবেন।
কন্সার্টটির অতি জনপ্রিয়তার কারণে আশঙ্কা করা হচ্ছে খুবই তাড়াতাড়ি এই কনসার্টের টিকিট শেষ হয়ে যাবে। তাই আজই টিকিট সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
কেএ
