গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মুনাওয়ার ফারুকি!

নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। ব্যক্তিগত জীবন নিয়েও বার বার ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা শিকার হয়েছেন। ‘বিগবস ১৭’- তে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিতর্কের তোপে পড়েছিলেন।
সে সময় আয়েশা জানিয়েছিলেন, মুনাওয়ারের সঙ্গে তার বিয়ের কথা হয়েছিল। কিন্তু পাশাপাশি প্রাক্তন প্রেমিকা নাজিলার সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন। যে কারণে আয়েশার সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি। এবার ভক্তদের মাঝে গুঞ্জন উঠেছে গোপনেই নাকি দ্বিতীয় বিয়ে করেছেন মুনাওয়ার।
বিগবস ১৭-র বিজেতার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘মুনাওয়ার বিয়ে করেছে। এই বিষয়গুলি ও গোপন রাখতে চায়। এই জন্য বিয়ের কোনও ছবিও দেখতে পাবেন না। দম্পতির খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে।’
জানা যায়, মুনাওয়ারের স্ত্রীর নাম মেহজাবিন কোটওয়ালা। পেশায় তিনি রূপটান শিল্পী। ১০-১২ দিন আগেই নাকি বিয়ে করেছেন মুনাওয়ার। কিন্তু ২৬ মে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল তাদের বিয়ের ‘রিসেপশন’। বিয়েতে তেমন কেউ উপস্থিত না থাকলেও মুনাওয়ারের ঘনিষ্ঠ বন্ধু হিনা খান গিয়েছিলেন।
হিনা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখান দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত তিনি। সঙ্গে একটি গান বাজছে, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। কিছু দিন আগেই মুনাওয়ার ও হিনা একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।
উল্লেখ্য, ২০১৭-তে প্রথম বিয়ে করেন মুনাওয়ার। কিন্তু সেই বিয়ে ভেঙে যায় ২০২২-এ। মুনাওয়ার ও তার প্রথম স্ত্রীর পাঁচ বছরের সন্তানও রয়েছে। বিয়ে ভাঙার আগে থেকে এক ইনফ্লুয়েনসারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
এমআইকে/