কুমন্তব্যের জবাবে যা বললেন শ্রীলেখা

পশ্চিমবঙ্গে সপ্তম দফার নির্বাচনের দিন সামাজিক মাধ্যমে তারকা প্রার্থীদের ফোন নম্বরের তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে রয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানী মুখার্জী, যশ দাসগুপ্ত ও রুদ্রনীল ঘোষ।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘করোনায় ভয় কিসের? আপনার পাশেই রয়েছেন মানুষের জন্য কাজ করতে চাওয়া নেতারা! মাস্ক, স্যানিটাইজার, রক্ত, অক্সিজেন অ্যাম্বুলেন্সের জন্য ফোন করুন।’ তবে এই পোস্টের সূত্র প্রকাশ্যে আসেনি।
পরিচালক ইন্দ্রাশিষ আচার্য তার ফেসবুকে নম্বরের তালিকাটি শেয়ার করেন। এরপর থেকে শুরু হয় নতুন বিতর্ক। এই ঘটনায় বেশ ক্ষেপেছেন রাজ চক্রবর্তী। পোস্টটি শেয়ারের পর তার কাছে প্রচুর ফোন আসতে শুরু করে। বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য ফোন বন্ধ রাখেন তিনি।
তালিকায় রয়েছে শুধু বিজেপি ও তৃণমূলের তারকা প্রার্থীদের নম্বর। আর এ নিয়েও প্রশ্ন উঠে। সন্দেহর তীর তাই বামদের দিকে। এই তর্কের কিছুক্ষণের মধ্যে সিপিএম প্রার্থীদের নম্বরসহ আরও একটি পোস্ট ভাইরাল হয়।
নতুন তালিকায় ফাঁস হয় শ্রীলেখা মিত্রের নম্বর। কিন্তু এবারের ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। অভিনেত্রীর নম্বর পোস্ট করে সুজন সেন নামে এক ব্যক্তি কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।
শ্রীলেখা পোস্টের একটি স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুধু ভাত কেন কোভিড রিলেটেড যে কোনও হেল্প লাগলে বলো। মাসি যথাসাধ্য হেল্প করব। তুমি তৃণমূলের নাকি বিজেপির? মানে বোঝার চেষ্টা করছি, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার সম্পর্কে এই ভাষায় লিখলে?’
এমআরএম