ঈদে বিজয়রথ ব্যান্ডের ‘গোধূলি লগ্নে’

২০০৫ সালে একদল তরুণ তৈরি করে ব্যান্ড ‘বিজয়রথ’। ব্যান্ডের প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৪টি। এরমধ্যে ‘বিজয়রথ’ এবং ‘বাড়ি ফেরার দিন’ তাদের মৌলিক অ্যালবাম আর ‘শ্রদ্ধা’ ও ‘উৎসর্গ’ কভার অ্যালবাম। ২০১৮ সালে ব্যান্ডটি শুরু করে একক গানের যাত্রা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তাদের নতুন গান।
‘গোধুলী লগ্নে’ শিরোনামের এই গানটি লিখেছেন এবং সুর করেছেন ইয়ামিন ইলান। ই মিউজিক নির্মাণ করেছে ভিডিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
ব্যান্ডের গায়ক ও গিটার বাদক ইয়ামিন ইলান বলেন, “এই সময়ে এসে ব্যান্ড টিকিয়ে রাখা অনেক কঠিন। সংগীতের বিভিন্ন শাখার মানুষের সমন্বয়ে তৈরি হয় একটি ব্যান্ড। অনেক ছাড়ের বিষয় থাকে একটি ব্যান্ড টিকিয়ে রাখতে হলে। এখানে হয় একজনের মেধা দিয়ে সবাই জনপ্রিয় হয়, নয়তো সবার মেধা দিয়ে একজন জনপ্রিয় হয়। ‘গোধূলি লগ্নে’ গানটি অনেক সময় নিয়ে করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”
আগামীকাল ৩ মে (সোমবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।
বিজয়রথ ব্যান্ডের সদস্যরা হলেন-ইয়ামিন এলান (গিটার ও কণ্ঠ), শুভ্র (কি-বোর্ড), আশফাক (বেজ গিটার), অনি (গিটার) ও পিয়াল (ড্রামস)।
আরআইজে