আসিফ ইকবালের কথায় 'বাড়ি যাবো বাড়ি যাচ্ছি'

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ মে ২০২১, ০৪:১৮ পিএম


আসিফ ইকবালের কথায় 'বাড়ি যাবো বাড়ি যাচ্ছি'

আসিফ ইকবাল ও ঈশান মিত্র

গানচিল মিউজিকের ব্যানারে আসছে আসিফ ইকবালের কথায় কলকাতার এ সময়ের জনপ্রিয় গায়ক ঈশান মিত্রের কণ্ঠে 'বাড়ি যাবো বাড়ি যাচ্ছি'। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার জুটি অমিত-ঈশান। ভিডিওচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

গানটি প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, ‘বাঙালিদের প্রত্যেকের জীবনে বাড়ির টানই হচ্ছে পরম আশ্রয়। জীবনের নানা তাগিদে আমাদেরকে বাড়ি ছেড়ে আসতে হয়। অন্য কোনো শহরে যাই অথবা কেউ পৃথিবীর অন্য কোথাও জীবন যাপন শুরু করি। নাড়ির টান, শিকড়ের টান, বাড়িতে ফেরার ইচ্ছাটা আমাদের চিরদিনের আকুলতা। এই গানে আমি সেই আকুলতাই ধরে রাখার চেষ্টা করেছি। গানটি আমার নিজের জীবন থেকেই লিখেছি।’

ঈশান মিত্র বলেন, ‘আমার খুব ভালো লাগছে গানচিল মিউজিক থেকে আমাদের গানটি ঈদে প্রকাশিত হচ্ছে। এই গানটি আমার কাছে অনেক স্পেশাল। কারণ গানচিল মিউজিক এবং আসিফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে।’

ঈশান মিত্র বর্তমানে দুই বাংলাতেই জনপ্রিয়। ২০১৮ সালে তিনি প্রথমবারের মতো বলিউডে 'পরী' সিনেমায় কাজ করেন।

'বাড়ি যাবো বাড়ি যাচ্ছি'র ভিডিও আগামীকাল ৯ই মে (রোববার) রাত ৯টায় গানচিল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। এছাড়া শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ, স্বাধীন প্রভৃতি অ্যাপে।

আরআইজে

Link copied