সাবিলা-ফারিণের সঙ্গে কলকাতার ঋষি কৌশিক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ মে ২০২১, ০১:৫৪ পিএম


সাবিলা-ফারিণের সঙ্গে কলকাতার ঋষি কৌশিক

কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও প্রশংসিত তিনি। এই তারকাকে দেখা গেছে বাংলাদেশের নাটকেও। আবারও তাকে দেখা যাবে এপার বাংলার টিভিপর্দায়। এবার একসঙ্গে দুটি বাংলা নাটকে অভিনয় করলেন তিনি। নাটকগুলো হলো-‘ফিজিক্স, ক্যামিস্ট্রি, ম্যাথ’ ও ‘এই মন তোমারই’। আফরিন জামান লিনার গল্পে নাটকগুলো পরিচালনা করেছেন রাকেশ বসু। 

‘ফিজিক্স, ক্যামিস্ট্রি, ম্যাথ’ ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, ফারুক বাশার, মিলি বাশার প্রমুখ।

Dhaka Post
ঋষি কৌশিক ও তাসনিয়া ফারিণ

অন্যদিকে ‘এই মন তোমারই’ আরটিভিতে প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায়। এই নাটকে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মিলি বাশার, এস এম আশরাফুল প্রমুখ।

নির্মাতা রাকেশ বসু বলেন, ‘ঋষি কোশিককে নিয়ে আবারও কাজ করলাম। এর আগেও তিনি আমার নাটকে কাজ করেছেন। সেটি নির্মাণ করেছিলাম গত বছর। এদেশেও তিনি বেশ জনপ্রিয়। আশা করি ঈদের দুটি নাটকেরই ভালো সাড়া পাব। আর গল্প দুটিতেও নতুনত্ব রয়েছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন।’

এমআরএম/আরআইজে

Link copied