হইচই-এ ‘তাগদীর’ নিয়ে আসছেন চঞ্চল

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২০, ০৩:৫২ পিএম


হইচই-এ ‘তাগদীর’ নিয়ে আসছেন চঞ্চল

ওটিটি প্লাটফর্মে এখন সবেচেয় জনপ্রিয় কন্টেন্ট ওয়েব সিরিজ। দেশের টিভি ও সিনেমার তারকাদের অনেকে ঝুঁকছেন ওয়েব সিরিজের দিকে। এবার সেই তালিকায় নাম উঠলো চঞ্চল চৌধুরী। ১৮ ডিসেম্বর ‌‘হইচই’-এ মুক্তি পাবে ‘তাগদীর’। এরমধ্য দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করেছেন  সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, মনোজ প্রামাণিক ও সোহেল মণ্ডল রানা।

সিরিজটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। সম্প্রতি চঞ্চল চৌধুরী ভার্চুয়াল লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ট্রেইলার উন্মোচন করেন।

তিনি বলেন, ‌‌‘হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ এটি। আমি আনন্দিত এমন একটি বিনোদন প্লাটফর্মের সঙ্গে কাজ করতে পেরে। বাংলাদেশের নির্মাতারা এখন এখানে কাজ করছে। তাগদীর-এ চ্যালেঞ্জিং এক চরিত্রে অভিনয় করেছি। সিরিজ দর্শকদের ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক হবে।’

সিরিজের গল্পে দেখা যাবে, ফ্রিজার ভ্যান চালক তাগদীর (চঞ্চল চৌধুরী)। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক ‌আফসানা একটি ঘটনার খবর সংগ্রহ করতে যান। সেখানে তাকদীরের ফ্রিজার ভ্যানে একজন মহিলার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ নিয়ে বিপদে পড়েন তাকদীর ও তার সহচর। খুনের দায় গিয়ে পড়ে তাগদীরের ওপর। নিজেকে নির্দেোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যান তিনি। দেখানো হয়েছে জীবনের অনিশ্চিত এক সময়ের গল্প। 

এমআরএম

Link copied