বিকেলে রবীন্দ্র সরোবরে ‘পুনর্বাসন কনসার্ট’, গাইবে পাঁচ ব্যান্ড
বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ‘পুনর্বাসন কনসার্ট’র আয়োজন করেছে শিল্পীসমাজ। আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে বিকেল ৩টা থেকে শুরু হবে এই সংগীতায়োজন। চলবে রাত ১০টা পর্যন্ত।
‘পুনর্বাসন কনসার্ট’-এ পারফর্ম করবে মোট ৫টি ব্যান্ড। যেখানে থাকছে ব্ল্যাক, শহরতলি, তরুণ ব্যান্ড, ব্লু জিনস, প্রজন্ম বাউল, কণ্ঠশিল্পী তোরসা ও আতিকা।
আরও পড়ুন
পুরো আয়োজনটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন অভিনেতা ও আর জে নিরব এবং সায়মা সুলতানা। এই কনসার্টের আয়োজন করেছে ট্রিপল ওয়ান ইভেন্ট।
আয়োজকরা জানান, দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যই এই কনসার্ট। যেখানে মাত্র একশ টাকার টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারেন। টিকিট বিক্রির অর্থ ও দর্শকের কাছে পাওয়া অনুদান ব্যয় করা হবে বানভাসিদের পুনর্বাসনে।
কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড সদস্য ও শিল্পীরা জানান, দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে শিল্পীরা এগিয়ে আসবেন, এমনটাই তো হওয়া উচিত। নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই কনসার্টে অংশ নিচ্ছি। এখান থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করবে।
এনএইচ