প্রেক্ষাগৃহে নয়, অনলাইনে সিনেমা মুক্তি দেবেন সালমান খান

মহামারি করোনার প্রভাব পড়েছে পুরো বিশ্ব সিনেমায়। সংশ্লিষ্টরা এখন সিনেমা হলের চেয়ে ওটিটি প্লাটফর্মে বেশি ভরসা পাচ্ছেন। বলিউড ইন্ডাস্ট্রি এরইমধ্যে এমন চর্চা শুরু করেছে।
এবার ওটিটি-তে সালমান খান তার ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিলেন। ভাইজানের জন্মদিনে মুক্তি পাবে এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।
তবে ওটিটি-তে নয়, সিনেমা হলে মুক্তির আবেদন জানায় প্রদর্শকরা। কারণ সালমান খানের সিনেমা মানেই উৎসব। বলিউড ভাইজানের সিনেমা দেখতে ভক্তদের যেই ভিড় তা হাতছাড়া করতে চান না প্রদর্শকরা। শনিবার সালমানকে দেয়া চিঠিতে অনুরোধ করা হয়েছে ঈদে ‘রাধে’ মুক্তি দেয়ার জন্য।
২৩০ কোটি রুপিতে জি স্টুডিওর কাছে স্বত্ব বিক্রি করেছেন সালমান। কিন্তু হলে মুক্তি দেওয়া হবে কি-না তা নিশ্চিত জানা যায়নি। সালমান ছাড়াও এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ।
সালমান বলেন, ‘এই সময়ে মানুষের সুস্থ্য থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিনেমা মুক্তির মাধ্যমের চেয়ে দর্শকেদের সুবিধা আগে দেখতে হবে। হলে গিয়ে যদি কেউ করোনায় আক্রান্ত হোন সেই দায় কিন্তু আমাদেরই। তাই এখুনি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’
প্রদর্শকদের পক্ষ থেকে জানানো হয়, তারা পূর্ণ সুরক্ষা বজায় রেখেছেন হলগুলোতে। তাই এ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না সালমান খানকে।
এমআরএম