ঈদে তানভীর তারেকের অতিথি ৩ তারকা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১২ মে ২০২১, ০৬:২০ পিএম


ঈদে তানভীর তারেকের অতিথি ৩ তারকা

ঈদের বিশেষ ‘সেলিব্রিটি ক্যাফে’তে শোবিজের তিন তারকা থাকছেন জাগো এফএমএ। তারা হলেন চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস ও সামিনা চৌধুরী। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন আরজে উদয় চৌধুরী। প্রচারিত হবে ঈদের ৩ দিন রাত ১০ টায়। 

অনুষ্ঠানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘সাধারণত সব অনুষ্ঠানে আমি যাই না। এটা সবাই জানে। কারণ সবাই সেই মাপের প্রশ্নও করতে পারেন না। যা নিয়ে কথা বলা যায়। তানভীর সেদিক দিয়ে ব্যতিক্রম। অনেক বিষয় নিয়েই কথা বললাম। যা এ সময়ে বলাটাও জরুরি।’

ঈদ স্পেশাল আড্ডা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘ঈদ নিয়ে কোনও প্রশ্ন করিনি। কারণ গত তিন ঈদে আমাদের ভেতরে মানসিক কোনও আনন্দ নেই। তাই সময়কে ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছি। যে বিষয় নিয়ে কৌতুহলটা আমার নিজেরও ছিল। খুবই প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে, আমার বিশ্বাস এই ঘরবন্দি ঈদে বিশেষ এই এপিসোডগুলো দারুণ এক উপহার হিসেবেই অনুভূত হবে দর্শক ও শ্রোতাদের কাছে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘তানভীর তারেক আমার কাছে অবশ্যই বিশেষ। কারণ প্রশ্ন ও প্রসঙ্গ তুললেই একমাত্র আড্ডা বা আলাপনের রসদ তৈরি হয়। সেদিক দিয়ে দারুণ একটা সময় কেটেছে আমাদের রেকর্ডিংয়ের সময়েও। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

এমআরএম

Link copied