এরসের ঈদ উপহার ‘উড়তে চাই’ 

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২১, ১২:৫৩ পিএম


এরসের ঈদ উপহার ‘উড়তে চাই’ 

ঈদ উপলক্ষে প্রকাশ পেল ‘এরস’-এর ‘উড়তে চাই’। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী। বুধবার (১২ মে) রাতে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি রিলিজ পেয়েছে।

ব্যান্ডের ভোকাল হৃদয় আনাহলী বলেন, ‘আসলে জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে গিয়েই গানটি লিখা। ছোট বেলায় যা ভেবেছিলাম তা তো আর করা হয়ে উঠেনি। এখনও ইচ্ছা করে জীবনটাকে সুন্দর করে, মনের মতো করে সাজাতে। যা আসলে অবাস্তব। তবুও স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছি, সময়কে আকড়ে ধরতে চাই বারবার।’

‘উড়তে চাই’ সম্পর্কে ব্যান্ডের গিটারিস্ট তারেক হাসান বলেন, ‘আমরা কমার্শিয়াল গান শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই ধারার বাইরে এসে জীবনের নানা অধ্যায় নিয়েই এই গান।’

আরেক গিটারিস্ট সামসুদ্দহা বাপ্পি বলেন, ‘গানটিতে যেমন বিনোদন থাকবে, আবার ভাবনার জায়গাটাও থাকছে। মূলত আমরা গানে একটি নতুন ধারা তৈরি করতে চাই।’

‘এরস’ ব্যান্ডের ড্রামার সোয়েব রাজিব বলেন, ‘হৃদয়ের লেখার ধরন ব্যতিক্রম। ও (হৃদয়) সময়ের গান লেখে, জীবনের গান লেখে। এবারের গানটি কিশোর-কিশোরী থেকে শুরু করে সব বয়সী মানুষের ভালো লাগবে।’

বেজিস্ট সাদমান শমিক বিশাল বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে নতুন কিছু উপহার দিতে চাই। বাস্তবতাকে গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই।’

বর্তমানে ‘এরস’ তাদের অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই নিজেদের কাজ শেষ হবে বলে জানায় ব্যান্ডের সদস্যরা।

এমআরএম

Link copied