রাতে ১০ গান নিয়ে পর্দায় ড. মাহফুজুর রহমান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ মে ২০২১, ০৪:৫১ পিএম


রাতে ১০ গান নিয়ে পর্দায় ড. মাহফুজুর রহমান

প্রতিবার ঈদে অন্যতম আকর্ষণ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের দ্বিতীয় দিন পাওয়া যাবে তাকে। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’।

এটিএন বাংলা প্রতিষ্ঠার পর তারুণ্যের উচ্ছ্বাসকে এগিয়ে নিচ্ছেন ড. মাহফুজুর রহমান। সেই অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন কণ্ঠশিল্পী। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের জগতে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। যেগুলো সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। 

Dhaka Post

ড. মাহফুজুর রহমানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান নিজেও। গানের তালিকায় রয়েছে ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচবোনা তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’। 

এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে ‘সুখে থাকো তুমি’ অনুষ্ঠানে গানগুলো চিত্রায়ন করা হয়েছে। 

এমআরএম

Link copied