টিভিতে ঈদের চতুর্থ দিনের সিনেমা

করোনার কারণে এবার ঈদ মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা। তবে দেশের টেলিভিশন চ্যানেলগুলো তাদের বিশেষ আয়োজনে প্রতিদিন রেখেছে একাধিক সিনেমা। দেখে নেওয়া যাক ঈদের চতুর্থ দিনের তালিকা।
এটিএন বাংলা
দুপুর ২টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। পরিচালনায় সাফি উদ্দিন সাফি। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, দিতি।
একুশে টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে ‘দ্য স্পিড’। পরিচালনায় সোহানুর রহমান সোহান। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, আলমগীর, দিতি, মিশা প্রমুখ।
এনটিভি
দপুর ২টা ৩০ মিনিটে ‘প্রেমে পড়েছি’। পরিচালনায় শাহাদাত হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা, আলীরাজ, বুলবুল আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।
মাছরাঙা টিভি
রাত ১১টা ৩০ মিনিটে ‘মায়ের জেহাদ’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।
বৈশাখী টিভি
দুপুর ২টা ২০ মিনিটে ‘বিশ্ব প্রেমিক’। পরিচালনায় শহীদুল ইসলাম খোকন। অভিনয়ে রুবেল, মৌসুমী, ববি, হুমায়ুন ফরীদি প্রমুখ।
এমআরএম