যে কারণে অভিনয় থেকে দূরে আমির কন্যা ইরা

বলিউডের তিন খানের অন্যতম আমির। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার খ্যাতি ও অবদান অনস্বীকার্য। সকলে তাকে ‘মিস্টার পারফেরশনিস্ট’ নামে চেনেন। অথচ সেই আমির খানের মেয়ে হয়ে একেবারেই অভিনয়ের ধার পাশ দিয়ে গেলেন না ইরা খান।
বিয়ের পর থেকেই সংবাদ শিরোনামে ইরা। এবার নিজের ক্যারিয়ার সম্পর্কে মুখ খুললেন তারকা কন্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি এনিথিং’ খেলেন ইরা। সেখানেই তিনি জানান যে আইরা কোনওদিনই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চাননি।
আরও পড়ুন
ইরা বলেন, ‘যখন কম বয়স থাকে তখন অনেকেই বলেন, ‘তোমার তো অভিনেত্রী হওয়া উচিত, তাই না?’ তখন যে কোনও ধরনের কাজ এলেই মানুষ করে নেন, কিন্তু ওভাবে হয় না।’ আইরার কথায়, অভিনেতা হওয়া সহজ বা মজা, কোনওটাই নয়।
ইরার নিজের একটি অলাভজনক মানসিক স্বাস্থ্য সংস্থা রয়েছে। মানসিক স্বাস্থ্যের রোগীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করেন তিনি। নিজেও মানসিক সমস্যার মুখে পড়েন, জানান নিজেই।
তার কথায়, ‘রোগীদের সঙ্গে কাজ করা অত্যন্ত শিক্ষণীয়। সেই সঙ্গে বড় দায়িত্বও বটে।’ এর আগেও আমির ও আইরা নিজেদের মানসিক স্বাস্থ্যের সমস্যা ও তার সঙ্গে মোকাবিলা প্রসঙ্গে কথা বলেছিলেন।
এমআইকে