উপস্থাপনায় ফিরলেন আনজাম মাসুদ

প্রায় দুই বছর উপস্থাপনায় পাওয়া যায়নি আনজাম মাসুদকে। সেই বিরতি অবশেষে কাটল। এবার ‘আমি কথা বলতে চাই’ শিরোনামে নতুন এক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
একটি প্রতিযোগিতামূলক টকশো ‘আমি কথা বলতে চাই’। এটিএন বাংলার ঈদ আয়োজনে ২২ মে (শনিবার) রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। উপস্থাপনা ও নির্মাণের পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা করেছেন আনজাম মাসুদ নিজেই।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ১৪ জন উপস্থাপক। তাদের মধ্যে রয়েছেন খন্দকার ইসমাইল, ফেরদৌস বাপ্পী, শফিউল আলম বাবু, তানভীর তারেক, সায়েম সালেক, আলিফ চৌধুরী, ইভান সাইর, শান্তা জাহান, শ্রাবণ্য, লাবণ্য, দেবাশীষ, নীল, মৌসুমী মৌ ও ইমতু।

আনজাম মাসুদ বলেন, ‘অনেকদিন পর উপস্থাপনার আসনে বসলাম। সবসময় আমার চেষ্টার থাকে নতুন কিছু পর্দায় নিয়ে আসার। এবার তেমটাই হয়েছে। এতজন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এমন অনুষ্ঠান করেননি।’
তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠান নিয়মিত করার ইচ্ছে আছে। কিন্তু আরও কিছু পরিবর্তন আসবে। সে লক্ষ্যেই কাজ করছি এখন। দর্শকদের কাছে কাজটি উপভোগ্য হবে আশা করি।’
উল্লেখ্য, এর আগে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘পরিবর্তন’ পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন আনজাম মাসুদ। এছাড়া তার ২৫ বছর ক্যারিয়ারে ‘আজকাল’, ‘আজ কাল পরশু’, ‘এক দুই তিন’, ‘আনন্দমেলা’ নামের ম্যাগাজিন অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছেন।
এমআরএম