দুই বছর আগে বিচ্ছেদ হওয়ার কথা মিথ্যা: অপু

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২১, ০৪:২৪ পিএম


দুই বছর আগে বিচ্ছেদ হওয়ার কথা মিথ্যা: অপু

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আজ (সোমবার) পালিত হওয়ার কথা ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষির্কী। কিন্তু এমন দিনে কী না আলাদা থাকছেন দুজন! ভেঙে গেছে তাদের সাজানো-গোছানো সংসার।

২৩ মে রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি। লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

২৪ মে গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাহি জানান, দুই বছর আগে ঘর ভেঙেছে তাদের। এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

মাহি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। পরিবার ছাড়া বিষয়টি কেউ জানত না। হঠাৎ করেই সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে না থাকলেও দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। সেসব ছবি সামাজিক মাধ্যমেও এসেছে।’

তবে মাহির এই বক্তব্যকে প্রত্যাখান করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘ওই সাক্ষাৎকারে যে বলা হয়েছে দুই বছর আগে মাহির সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে কথাটি পুরোপুরি মিথ্যা। দুই বছর আগে যদি আমাদের বিচ্ছেদ হতো তাহলে কী আমরা একদিন একসঙ্গে সংসার করতাম? বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম?’

অপু আরও বলেন, ‘গত রোজার শুরুতেও আমি আর মাহি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়েছি। একসঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। সত্য কথা বলতে সংসার করতে গেলে দুজনের মধ্যে নানা বিষয়ে মতের অমিল হতে পারে। দুই বছর আগে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মান-অভিমান হয়েছিল। পরে তা ঠিকও হয়ে যায়। সমাজের অন্য আট-দশটা সংসারেও এমনটা হয়ে থাকে। কিন্তু নিউজের ভিউ বাড়ানোর জন্য কেউ যদি সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করে তা খুবই দুঃখজনক।’

এমন খবরের কারণে ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও জানান অপু।  

আরআইজে

Link copied