কাকলী ফার্নিচার নিয়ে ঋতাভরীর পাগলামি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২১, ০৫:০৬ পিএম


কাকলী ফার্নিচার নিয়ে ঋতাভরীর পাগলামি

সামাজিক মাধ্যমে বেশ কয়েকদিন ধরে সয়লাব বাংলাদেশের কাকলি ফার্নিচারের বিজ্ঞাপনের একটি ভিডিওচিত্র। সেখানে দেখা গেছে, দুজন মেয়েশিশু রোবটের মতো কিছু আসবাবপত্রের ওপর লাফিয়ে লাফিয়ে বলছে, ‘দামে কম, মানে ভালো।’ 

ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়। তৈরি করা হচ্ছে মিম ও ট্রল। এর মধ্যেই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তার বোন মধুজা ভৌমিক নতুন পাগলামির জন্ম দিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তারা। সেখানে কাকলি ফার্নিচার নিয়ে ব্যঙ্গ করতে দেখা গেছে। 

Dhaka Post

ভিডিওতে দেখা যায়, তারা দুজনই কাকলী ফার্নিচারের দুজন মতো নাচছেন এবং বলছেন ‘দামে কম, মানে ভালো।’ তালে তালে মাথা নাড়ানোর পাশাপাশি কুশনের পেছনে মুখ গুজে নানা ধরনের অঙ্গভঙ্গী করছিলেন তারা। এক পর্যায়ে মধুজাকে কুশন থেকে পড়ে যেতে দেখা যায়। 

পরবর্তীতে ঋতাভরীর মা ও পরিচালক শতরূপা সান্যাল সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘লকডাউনে ঘরে বসে মাথাটাই খারাপ হয়ে গেছে। অন্যদিকে অভিনেত্রী উষসী চক্রবর্তী অর্থাৎ স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারবাহিক শ্রীময়ীর, জুন আন্টিও কাকলি ফার্নিচার নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও করেছেন। সেখানে তাকে কেবল বলতে শোনা যায়, দামে কম, মানে ভালো।’ 

এইচএকে/এমআরএম

Link copied