জয়ার হাতে তৈরি যে খাবার বচ্চন পরিবারের সকলের প্রিয়

বচ্চন পরিবারের খাবার তালিকা থেকে অন্দরমহলের খুঁটিনাটি, এসব বিষয় নিয়ে বরাবরই ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ রয়েছে। বচ্চনের নাতনি নব্য নাভেলি এক পডকাস্টে জানান, বাঙালি খাবারের প্রতিও রয়েছে তাদের এক অদ্ভুত টান।
পডকাস্টে নব্যা তার মা ও দিদিমাকে জিজ্ঞেস করেন তাদের মধ্যে সবচেয়ে ভালো রান্না করেন কে? প্রশ্ন শেষ হওয়ার আগেই হাত তোলেন শ্বেতা। তার দাবি তিনিই নাকি সবচেয়ে ভালো রান্না করেন।
আরও পড়ুন
তবে শ্বেতার কথা শুনেই নব্যার দাবি, তিনি মায়ের থেকেও ভালো রান্না করেন। এমন তর্ক-বিতর্কের মাঝেই জয়া তার মেয়েকে জিজ্ঞেস করেন, আজ পর্যন্ত সে কী কী ভালো রান্না করেছেন?
এমন নানা হাসি-মজার মাঝেই নব্যা জানান, দিদিমা জয়ার হাতের ‘ভাত’ আর ‘আলু সিদ্ধ’ ভীষণ প্রিয় তার। নব্যার কথায়, এই খাবারে নাকি মুহূর্তে মন ভালো হয়ে যায় তার।
অতিথি আপ্যায়নেও কোন খাবার কার ভালো লাগে তা ভেবেচিন্তেই ঠিক করা হয় অমিতাভের পরিবারে। এমনকি মাঝেমধ্যে নাকি খাবারের তালিকা নিয়ে মা-মেয়ের মধ্যে চলে তর্ক-বিতর্ক।
এমআইকে