সঞ্জয় চৌধুরীর নতুন সংযোজন ‘মা’

বাংলা সঙ্গীতের জগতে একটি নতুন সংযোজন সঞ্জয় চৌধুরীর মৌলিক গান ‘মা’। মায়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আবেগকে কেন্দ্র করে এই গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সঞ্জয় চৌধুরী নিজেই। গানটি প্রকাশিত হয়েছে ১৬ জানুয়ারি সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
বর্তমান সময়ে বাংলা গানে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে তেমন কোনো নতুন সৃষ্টি দেখা না যাওয়ার কারণে, সেই শূন্যতা পূরণের দায়বদ্ধতা থেকেই গানটি তৈরি করেছেন শিল্পী। গানের মিউজিক কম্পোজিশন করেছেন রাশেদুজ্জামান।
গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদার বাড়িতে। ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এই স্থানটি বেছে নিয়েছেন সঞ্জয়। গানের ভিডিও চিত্রায়ণ ও সম্পাদনায় ছিলেন রাহুল আনন্দ। ‘মা’ আমাদের ভালোবাসার প্রতীক। মায়ের প্রতি মানুষের আবেগকে সুর ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি_বলেন সঞ্জয় চৌধুরী।
গ্রিন প্রোডাকশনের স্পন্সরশিপে প্রকাশিত এই গান ইতোমধ্যেই শ্রোতাদের আগ্রহের জায়গা হতে শুরু করেছে। দেশীয় শ্রোতাদের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও গানটি প্রশংসা করেছেন বলে জানান শিল্পী।
‘মা’ নিয়ে গাওয়া গান প্রসঙ্গে জানতে চাইলে শৈশবের স্মৃতি তুলে ধরেন সঞ্জয় চৌধুরী বলেন, সাত বছর বয়সে যখন প্রথম শ্রেণির শিক্ষার্থী, তখন থেকেই মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুটে যেতেন। শিল্পীদের গান শুনতেন মা। আর ভাবতেন ছেলে যদি এভাবে একদিন মঞ্চে গান গাইত! মা হারমোনিয়ামে গান গাইতেন। বাবা বাজাতেন তবলা।
শিশুকালে মায়ের হাত ধরেই সঞ্জয়ের হারমোনিয়ামের রিডে হাত। সুরের তালে রিড টেপাটেপি। সা রে গা মা পা ধা নি...। মা বলতেন, ‘বাহ, ভারি সুন্দর। তোকে দিয়েই হবে স্বপ্ন পূরণ।’ শিশু বয়সেই গানের তালিম নেওয়ার পর মায়ের স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। আনুষ্ঠানিকভাবে সংগীত শিক্ষায় গানের প্রথম তালিম নেওয়া সুব্রত ভট্টাচার্যকে শিক্ষাগুরু হিসেবে ভাবেন সঞ্জয়।
সঞ্জয় চৌধুরীর সৃষ্টিশীলতা এর আগেও বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ২০১৭ সালের মার্চে কবি নির্মলেন্দু গুণের লেখা ও সঞ্জয়ের সুরে এবং কণ্ঠে পতাকার গান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ পায়। সাবেক উপাচার্য এ কে এম ন-র-উন নবী উদ্বোধন করেন।
তার লেখা, সুর ও কণ্ঠে নদীর জন্য গান ‘রক্তশূন্য দেশ’ শিরোনামে ২০১৬ সালের ১৭ আগস্ট নদী অধিকার দিবসে তিস্তা নদীর পাড়ে প্রকাশ পায়। ওই একই বছর জাতীয় নদী অলিম্পিয়াডে গানটি থিম সং হিসেবে গৃহীত হয়।
সঞ্জয় চৌধুরীর ‘মা’ গানটি শোনার জন্য দর্শকরা ভিজিট করতে পারেন তাঁর ইউটিউব চ্যানেল, যেখানে মায়ের প্রতি নিবেদিত এই হৃদয়গ্রাহী গানটি উপভোগ করার সুযোগ রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এনএইচ