সিলেবাস সংশোধনের দাবি অক্ষয়ের

বক্স অফিসে একের পর এক ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বিগত কয়েক বছরে অক্ষয় একাধিক বায়োপিকে অভিনয় করেছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাঁথাও তুলে ধরেছেন খিলাড়ি।
এছাড়াও ‘মিশন রানিগঞ্জ’ ছবিতে কখনও যশবন্ত সিং গিলের চরিত্রে আবার ‘সরফিরা’য় জগন্নাথ মাহাত্রের চরিত্র ফুটিয়ে তুলেছেন। বক্স অফিসে সেসব ছবি খুব একটা সাফল্য অর্জন না করতে পারলেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন।
এবার ভারতের ইতিহাস বইয়ের সিলেবাস নিয়ে অক্ষয় আক্ষেপ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অক্ষয়ের মন্তব্য, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাদের উল্লেখ নেই।’
আরও পড়ুন
অভিনেতার কথায়, ‘এমন অনেক বিষয় আছে যা ইতিহাসের বইগুলোতে যার উল্লেখ নেই। আমি ইচ্ছে করেই এই ধরনের চরিত্রগুলোকে বেছে নিই, যারা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। অনেকে তাদের সম্পর্কে কিছুই জানেন না কারণ কেউ গভীরে যেতেই চান না।’
‘এই ধরনের চরিত্রগুলো আমাকে টানে। অনেক বিষয় সংশোধন হওয়া দরকার। আমরা ইতিহাস বইতে আকবর কিংবা ঔরঙ্গজেব সম্পর্কে পড়ি কিন্তু আমাদের দেশের আসল নায়কদের সম্পর্কে জানি না।’
শেষে বলেছেন, ‘ওদেরও এবার প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। সেনাবাহিনীর অনেক গল্প আছে। অনেক মানুষকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছে। আমার মনে হয় ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এদের সম্পর্কে জানতে পারে।’
এমআইকে