কেউ কাউকে গুড বাইও বলিনি : ভিকি কৌশল

ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ নেটিজেনরা। অন্যদিকে আওরঙ্গজেব ভূমিকায় অক্ষয় খান্না রয়েছে। ছবিতে তাদের সম্মুখ সমর কেমন হবে তা দেখার জন্য তাদের ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।
তবে ছবির এমন গুরুত্বপূর্ণ দুই অভিনেতা নাকি শুটিংয়ের ফাঁকে কথা বলতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভিকি। এক বিনোদন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘শিবাজিকে খুঁজে পেতে আওরঙ্গজেব ৯ বছর সময় লেগেছিল। ছবিতে তার সেই অনুসন্ধান দেখা গেছে। একসঙ্গে আমাদের কিছু মুহূর্তই রয়েছে। তবে তার আগে পুরো ছবি জুড়ে রয়েছে দুজনের সাক্ষাতের অপেক্ষা।’
একই সাক্ষাৎকারে পরিচালক লক্ষ্মণ বলেছেন, ‘যেদিন তাদের দুজনের একসঙ্গে অভিনয়, সেদিনই তাদের মধ্যে কথা হয়েছিল প্রথমবারের জন্য। তবে সেটাও চরিত্র হিসেবেই।’
আরও পড়ুন
কেন শুটিংয়ের ফাঁকে তাদের কথা না হওয়ার বিষয়ে ভিকির ভাষ্য, ‘ওই দৃশ্যটি আমরা যখন শুট করছিলাম, তখন আমরা কেউ কাউকে গুড মর্নিং বা গুড বাই পর্যন্ত বলিনি। তিনি আওরঙ্গজেব, আমি ছত্রপতি সম্ভজি মহারাজ। আমাদের মধ্যে ভিকি কৌশল বা অক্ষয় খান্না হিসেবে কোনও কথাই হয়নি।’
প্রসঙ্গত, চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি ব্ক্স অফিসে মুক্তি পাচ্ছে ‘ছাবা’। ‘ছাবা’ ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা।
এমআইকে