কলকাতায় হঠাৎ দেখা

বাংলাদেশের অনেক অভিনেত্রীকে টলিউড ইন্ডাস্ট্রিতে দেখা গেছে। তবে সেভাবে থিতু হননি কেউ। তবে জয়া আহসান এখন টলিউড ইন্ডাস্ট্রির একজন। কলকাতার অনেক নায়িকার চেয়ে জয়ার জপ্রিয়তা এখন বেশি। তাই পরিচালকদের পছন্দের তালিকার শীর্ষে জয়া।
এবার জয়া আহসানের পথে হাঁটছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে প্রথমবারের অভিনয় করছেন এই লাক্সতারকা। ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে।
গত ১১ ডিসেম্বর শুটিংয়ে অংশ নিতে কলকাতা গিয়েছেন বাঁধন। সেখান থেকে বিভিন্ন ছবি প্রকাশ করছেন তিনি। এরমধ্যে দেখা হয়ে গেলো জয়া আহসানের সঙ্গে। মঙ্গলবার (৫ জানুয়ারি) জয়া আহসানের সঙ্গে ছবি পোস্ট করেন বাঁধন। জয়া অনেকদিন দেশে সময় কাটানোর কলকাতায় গিয়েছেন তিনি।
মুশকান জুবেরী চরিত্রে ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন বাঁধন। এতে আরো রয়েছেন অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চ্যাটার্জির ও রাহুল বোসসহ অনেকে। ১০ জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে। এরপরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাঁধন।
২০১৮ সালের পর হঠাৎ ক্যারিয়ারে বিরতি দেন বাঁধন। গত বছর থেকে আবারো নিয়মিত হয়েছেন তিনি। নতুন এই ওয়েব সিরিজ ছাড়াও তিনি নতুন একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন। এজন্য নিজেকে তৈরি করেছেন নতুন আঙ্গিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে
নিয়মিত প্রকাশ করছেন তার নতুন লুক।
এমআরএম