কনসার্টের মাঝেই বাবার ভিডিও কল : যা করলেন অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ‘তুম হি হো’ বা ‘হামারি অধুরি কাহানি’- গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর বলিউড থেকে টালিউডে গান গেয়ে প্রশংসিত হয় শ্রোতামহলে।
শুধুই গান না অরিজিতকে ভক্তদের ভালোবাসার হাজার কারণ রয়েছে। অরিজিতের সারল্য় এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের মন জয় করেছে। এবার লাইভ কনসার্টে আরও একবার ভক্তদের মন কেড়েছেন অরিজিৎ। অনুষ্ঠান মঞ্চেই এল তার বাবার ফোন। এক মুহূর্ত নষ্ট না করে কল রিসিভ করলেন শিল্পী।
আরও পড়ুন
তারপর অরিজিৎ যা করলেন, তা দেখে মুগ্ধ ভক্তরা। লাইভ পারফর্ম্যান্সে তিনি বরাবরই নজর কেড়েছেন সকলের। তবে বাবার ফোন বলে কথা। গান গাইতে গাইতেই বাবার ফোন ধরলেন অরিজিৎ। বাবার সঙ্গে ফোনে কথা বলার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গায়কের এক ভক্ত ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন।
ফোন ধরা অবস্থায় তাকে দেখা যায় স্ক্রিনের দিকে তাকিয়ে হাত নাড়তে। প্রথমে সকলে অবাক হয়ে যায়। অনুষ্ঠানের মাঝে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন অরিজিৎ? তারপর গায়ক কনসার্টের মাঝেই ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখালেন তার ভক্তদের। বাবার মুখ দেখা গেল স্ক্রিনে যে দৃশ্যে সকলেই মুগ্ধ।
বাবার সঙ্গে কথা বলার সময় গায়কের চোখ-মুখে আলাদা উন্মাদনা দেখা যায়। অরিজিৎ কিছুক্ষণ মোবাইল স্ক্রিনে তার বাবার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেন। এরপর অরিজিৎ দর্শকদের উদ্দেশে জানান, মোবাইলে দেখা মানুষটি তার বাবা। তিনি যতই গান গাওয়ায় ব্যস্ত থাকুন না কেন, এই ফোন তাকে ধরতেই হতো।
এমআইকে