নানার বাড়িতে গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে গেলেন পড়শী

চাঁদপুরে নানার বাড়ীতে মাতিয়ে গেলেন এ প্রজন্মের জনপ্রিয় সংঙ্গীতশিল্পী পড়শী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি ডে অনুষ্ঠানে জমকালো সাস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন।
পরে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং জাতীয় পর্যায়ের গুণী শিল্পীরা।
‘তোমার চোখে আকাশ আমার চাঁদ যেন পুর্ণিমা, গানটিসহ একাধিক গান গেয়ে মাতিয়ে তুলেন শত শত দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন উৎসাহী তরুণ-তরুণীরা। কিছুক্ষণের জন্য তারা হারিয়ে যান অন্য জগতে। খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়ে দর্শক। এরপর একে একে গান পরিবেশন করেন তিনি।
এ সময় সংঙ্গীত শিল্পী পড়শী দর্শকের উদ্দেশ্যে বলেন, “চাঁদপুর আমার নানুর বাড়ী। চাঁদপুরকে আমি অনেক ভালবাসি। চাঁদপুরের মানুষকে অনেক ভালবাসি। এখানের অনেক স্মৃতি আছে আমার জীবনে।”
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখসহ সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়সহ আনন্দ ভাগ করে নেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়। এছাড়াও স্থানীয় তরুণ-তরুণীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আনোয়ারুল হক/এসএমডব্লিউ