আলিয়াকে নিয়ে বিয়েবাড়িতে রণবীর, অভিনেতার কাছে অদ্ভুত আবদার

বলিউডের তারকাদের বিয়ে মানেই চাঁদের হাট! আদর জৈন ও আলেখা আডবাণীর বিয়েতে সেটাই দেখা গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন োরিনা কাপুর, সাইফ আলি খান, নীতু কাপুর, কারিশ্মা কাপুর, রেখা, সুহানা খান, অনন্যা পান্ডে, বনি কাপুর, অগস্ত্য নন্দা-সহ একঝাঁক বলিউড তারকা।
তবে সবার নজর কেড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের অনুষ্ঠানে আলিয়া ভাটের পরনে ছিল ডিজাইনার সব্যসাচী-র ডিজাইন করা হালকা গোলাপি রঙের শাড়ি। গলায় হীরের ভারী নেকলেস ও মানানসই ছোট হীরের দুলে অনবদ্য লাগছিল তাঁকে। হালকা মেকআপেও ছিল চোখধাঁধানো সৌন্দর্য।
আর রণবীর কাপুরের পরনে ছিল উজ্জ্বল সবুজ রঙের পাঞ্জাবি, সঙ্গে মানানসই সোনার ব্রোজ। তাদের একসঙ্গে উপস্থিতি যেন নজর কেড়েছিল সবার।
পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে রণবীর-আলিয়া দু’জনেই হাসিমুখে পোজ দেন। ফটোগ্রাফারদের মধ্য থেকে কেউ তাঁদের বলিউডের 'নম্বর ১ জুটি' বলে প্রশংসা করলে লজ্জায় লাল হয়ে যান আলিয়া। এরপরই মজার ঘটনা ঘটে!
আরও পড়ুন
একসঙ্গে ছবি তোলার পর ফটোগ্রাফাররা রণবীরকে একা ছবি তুলতে বলেন। যেই আবদার শুনে রণবীর বলেন, 'পাগল হ্যায় কেয়া?' (পাগল নাকি)। তার এই রসিকতায় হেসে লুটোপুটি খান আলিয়া ভাট। এই মজার মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আদর-আলেখার বিয়েতে কাপুর পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশ্মা কাপুর, নীতু কাপুর, রণবীর কাপুর সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে জমিয়ে আনন্দ করেন। মেহেন্দি অনুষ্ঠানও ছিল একইরকম আনন্দমুখর, যেখানে কাপুর পরিবারের সদস্যরা নাচে-গানে মাতেন।
২০২৪ সালের নভেম্বরে মুম্বাইয়ে আদর জৈন ও আলেখা আডবাণী তাদের রোকা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে কারিনা, কারিশ্মা, নীতু, রণবীরের মতো কাপুর পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন। এবার সেই সম্পর্ক পরিণতি পেল বিবাহবন্ধনে।
এনএইচ