পুষ্পা’র কুপ্রভাবের শিকার শিক্ষার্থীরা

সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা টু' বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। ছবিটির উন্মাদনা এতটাই ছিল যে এটি ভারতীয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু এর পাশাপাশি বিতর্কও কম ছিল না। ছবির প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় নায়ককে জেলও খাটতে হয়েছে। এবার শোনা যাচ্ছে, এই ছবির কুপ্রভাব পড়ছে স্কুল শিক্ষার্থীদের ওপর।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই ছবিতে নাকি যত হিংস্রতা এবং দেশি সংলাপে ভরা; যার প্রভাব পড়ছে স্কুলের শিক্ষার্থীদের ওপর। বিষয়টি তুলে ইতোমধ্যে অনেক স্কুলের শিক্ষকেরা নাকি অভিযোগ করেছেন।
এক শিক্ষক বলেছেন, আল্লু অর্জুনের 'পুষ্পা-টু' ছবিটি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তার হতাশা প্রকাশ করে জানালেন, বাচ্চারা নাকি এখন অনিয়ন্ত্রিত আচরণ করছে। এমনকি তারা এমন চুলের স্টাইল নিয়ে স্কুলে আসে যা অসহনীয়; ভাষাতেও নাকি পাওয়া গেছে অশ্লীলতা।
আরও পড়ুন
এক শিক্ষক বলেন, 'আমার স্কুলের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী 'পুষ্পা'-এর কারণে নষ্ট হয়ে গেছে। এসব বিষয় চিন্তা না করেই এই ছবিটিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।'
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে; নেটিজেনরাও একমত হয়েছেন শিক্ষকদের অভিযোগের সঙ্গে।
ডিএ