আবারও মুক্তি পাচ্ছে আমির খানের যেসব সিনেমা

মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এক একটি ছবি দর্শক মনে ঝড় তুলে। যদিও গত আট বছরের ক্যারিয়ারে গ্রাফ বেশি নিম্নমুখী। তবে প্রেক্ষাগৃহে বসে আমিরের জাদুতে আরও একবার মুগ্ধ হতে পারেন সিনেমাপ্রেমীরা। কারণ ৬০তম জন্মদিনে তার কয়েকটি ছবি আবার মুক্তি পেতে চলেছে সিনেমাহলে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আমির খানের ৬০তম জন্মদিনে তার পাশে দাঁড়িয়ে জাভেদ আখতার একথা জানান যে, আমিরের জন্মদিনে তার কয়েকটি ছবি আবার মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন
প্রতিবেদনে আরও বলা হয়, গত প্রায় ৩ দশক ধরে বলিউডে তার অবদান অসামান্য। তাই আমিরকে ‘সিনেমার জাদুকর’ হিসেবে উল্লেখ করেন জাভেদ আখতার। তার ৬০তম জন্মদিনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে আমির খানের ছবি।
বিশেষ চলচ্চিত্র উৎসবের নাম দেওয়া হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। যে ছবিগুলো দেখা যাবে সেগুলো হল: ‘লগন’, ‘থ্রি ইডিয়টস’,’দঙ্গল’, ‘হাম হ্যায় রহি প্যায়ার কা’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘গজনি’, ‘আকেলে হাম আকেলে তুম’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘পিকে’, ‘ধুম ৩’, ‘রং দে বাসন্তী’, ‘গুলম’, ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘লাল সিং চাড্ডা’, ‘তারে জামিন পর’, ‘সারফারোজ’, ‘যো জিতা ওহি সিকন্দর’, ‘তালাশ’, ‘ফানা’, ‘দিল চাহাতা হ্যায়’, ‘দিল’।
শেষ ৮ বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার আশায় বুক বেঁধেছিলেন সেই দুটো ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। অনেব পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তার কপাল।
এমআইকে