‘ওর গালে শুধু ছোঁয়া লেগেছিল, আমাকে ফাঁসানো হয়েছে’

গত বছর টালিউডের একাধিক ব্যক্তির নামে যৌন হেনস্তার বেশ কিছু অভিযোগ ওঠে। আর তাদেরই অন্যতম হলেন ওপার বাংলার অভিনেতা অরিন্দম শীল।
সম্প্রতি একটি চ্যানেলে উপস্থিত হন অরিন্দম। সেখান জানান, তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার সব অভিযোগ মিথ্যে। তিনি এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি বলে দাবি করলেন।
শুধু তাই নয়, অভিনেতা এদিন স্পষ্ট জানিয়েও দেন ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না।
তিনি বলেন, ‘একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে? আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শ্যুটিং ফ্লোরে সব টেকনিশিয়ানরাই উপস্থিত ছিলেন।’
আরও পড়ুন
তার কথায়, ‘আমার ওপর অনেকের রাগ আছে। তারা সবাই মিলেই আমাকে ফাঁসিয়েছে, যেখানে আমার তথাকথিত সহকর্মী-বন্ধুরা জড়িত।’
উল্লেখ্য, অরিন্দমের নামে যৌন হেনস্তার অভিযোগ আসতেই তাকে পরিচালক প্যানলে থেকে বরখাস্ত করা হয়। এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে মামলাও করেন। তবে এই বিষয়ে প্রথম থেকেই অরিন্দম দাবি করেন- এটা শুধু ‘অ্যাক্সিডেন্ট’ ছিল।
অরিন্দম বলেছিলেন, ‘শুট চলাকালীন তার গালের পাশে আমার মুখটা লেগেছিল একবার। এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট।’ এবার সেই ঘটনা নিয়ে ফের মুখ খুললেন পরিচালক। ইন্ড্রাস্ট্রির দিকে আঙুল তুলে বললেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে’।
ডিএ