পছন্দের গায়িকাদের নিয়ে বাপ্পার বিশেষ প্রজেক্ট

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ জুন ২০২১, ০১:৫২ পিএম


পছন্দের গায়িকাদের নিয়ে বাপ্পার বিশেষ প্রজেক্ট

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নিজে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিতই অন্যদের জন্য গানের সুর-সংগীতায়োজন করে থাকেন। বাপ্পা এবার নিজের পছন্দের গায়িকাদের নিয়ে শুরু করেছেন একটি বিশেষ প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় বাপ্পার পছন্দের কয়েকজন গায়িকা তার সুর-সংগীতায়োজনে গান করবেন।

এই তালিকায় রয়েছেন দেশ বরেণ্য সংগীতশিল্পী সামিনা চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কনা, এলিটা, জয়িতা, কোনাল প্রমুখ। এরইমধ্যে এই উদ্যোগের অংশ হিসেবে কনার একটি গান করেছেন বাপ্পা। গানটির শিরোনাম ‘মন ভালো’। এটির কথা লিখেছেন শাহান কবন্ধ। বর্তমানে চলছে গানটির ভিডিওর পরিকল্পনা। ভিডিও হয়ে গেলেই নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাপ্পা।

এছাড়া পর্যায়ক্রমে অন্য শিল্পীদের গানগুলোও একইভাবে নিজের ইউটিউব চ্যানেল থেকে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার। পছন্দের কথা-সুর ও সংগীতায়োজনেই গানগুলো সাজাবেন তিনি।

এ উদ্যোগ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন ধরে আমার পছন্দের এই শিল্পীদের জন্য গান তৈরির পরিকল্পনা করে আসছিলাম। এবার কাজ শুরু করতে পেরে ভালো লাগছে। নতুন কিছু ভাবনা এবং পরিকল্পনার বাস্তবায়ন গানগুলোতে শ্রোতারা দেখতে পাবেন।’

এদিকে বাপ্পা নিজের জন্যও করছেন নতুন কয়েকটি মৌলিক গান। সম্প্রতি মহসিন মেহেদীর কথায় সুর দিয়েছেন ভিন্ন ধাঁচের একটি গানে। এছাড়া আসিফ ইকবালের কথায় কিশোরের সুরে বিশেষ মিক্সড অ্যালবাম ‘ঐশ্বর্য’তে গেয়েছেন দুটি গান। এগুলোর মধ্যে একটি সামিনা চৌধুরীর সঙ্গে বাপ্পার দ্বৈত। এই গানগুলোও চলতি বছরই শ্রোতারা শুনতে পাবেন বলে জানান বাপ্পা।

আরআইজে

Link copied