তাকদীর, কারাগার-এর পর ‘গুলমোহর’ আনছেন নির্মাতা

চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর দর্শকেরাও ছিলেন অপেক্ষায়, কবে নতুন সিরিজ নিয়ে হাজির হবেন এই আলোচিত নির্মাতা। অবশেষে পাওয়া গেল সেই সুখবর! ‘গুলমোহর’ নামে নতুন একটি সিরিজ নির্মাণ করছেন শাওকী।
জানা গেছে, নির্মাতা শাওকীর তৃতীয় ওয়েব সিরিজ হতে যাচ্ছে ‘গুলমোহর’। শুধু তাই নয়, সিরিজটি নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘ ৩ বছরের বিরতি ভাঙছেন তিনি। তবে এটি অনেক বড় পরিসরের কাজ বলেই মাঝে এত সময় নিয়েছেন- এমনটাই জানালেন নির্মাতা।
এই নির্মাতার আগের দুটি সিরিজ ছিল মিস্ট্রি ফিকশন এর। দর্শকদেরও অনুমান ছিল, নির্মাতার নতুন কোনো প্রজেক্ট হয়তো এমনই ঘরানার হবে। তবে সেসব জল্পনা এক নিমিষেই উড়িয়ে দিলেন শাওকী।
আরও পড়ুন
তার ভাষ্যে, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা, সেগুলো মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আবার আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকরা বারবার নতুন কিছু দেখতে চায়। এই সিরিজে নতুন বিষয় নিয়ে কাজ করছি।’
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। নির্মাতা আরও বলেন,‘আমি চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। পরিবারের চেনা একটা পরিস্থিতি রয়েছে গল্পে। এর সঙ্গে রহস্য, সন্দেহ ও রাজনীতি জড়িয়ে গল্পটি এগিয়ে গেছে।’
তবে ‘গুলমোহর’ সিরিজে কারা অভিনয় করেছেন, কবে মুক্তি পাবে– তা নিয়ে কিছুই জানাননি নির্মাতা।
ডিএ