কাশ্মিরের ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের তারকারা

কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বহু পর্যটক নিহতের ঘটনায় ক্ষুদ্ধ পুরো ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি সেখানকার বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকা-শিল্পীরা এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। তবে শুধু ভারতীয় তারকারাই নন, পাকিস্তানের শোবিজ অঙ্গনও ঘটনাটি নিয়ে ব্যথিত, ভুগছে মানসিক যন্ত্রণায়।
প্রায় নয় বছর পরে বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান। কিন্তু কাশ্মিরে হামলার ঘটনার পরেই তার ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন অনেকেই।
যদিও এই ঘটনার নিন্দায় সরব ফওয়াদ নিজেও। বলেছেন,‘প্যাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্য। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’
আরও পড়ুন
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ‘মেরে হামসাফার’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া। ভারতেও রয়েছে তার অসংখ্য অনুরাগী। হানিয়া বলেছেন, ‘যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমি ভারাক্রান্ত।’
হানিয়া বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’
বলিউডের জনপ্রিয় ছবি ‘সানাম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। তিনি প্যাহেলগাঁও কাণ্ড নিয়ে বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করেন। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?
এছাড়াও পাকিস্তান থেকে উজমা খান, ফারহান সাইদরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।
ডিএ