কবে মুক্তি পাবে ঋতুপর্ণা-রাহুলের নতুন ছবি?

ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার মুক্তি পেয়েছে। হত্যারহস্যের প্রেক্ষাপটে এই ছবি। যেহেতু বাংলা ছবি, শিল্প-সংস্কৃতির ছোঁয়া। পোস্টারেও সেই ঝলক স্পষ্ট বোঝা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবির পোস্টার বেশ অন্যরকম। কাঁধ ছাপানো খোলা চুল, গাঢ় রঙের শাড়ির সঙ্গে ক্যাট আই ফ্রেম চশমায় নয়া অবতারে ধরা দিয়েছেন ঋতুপর্ণা।

আরও পড়ুন
অন্যদিকে, ব্যাকব্রাশ চুল, ক্লিন শেভন লুকে রাফ অ্যান্ড টাফ অবতারে অভিনেত্রীর পাশেই দেখা যাচ্ছে রাহুলকে। ছবির নামের সঙ্গে সাযুজ্য রেখে পোস্টারে ফুটে উঠেছে সুকুমার রায় সৃষ্ট আবোল তাবোল কবিতা সংকলনের বিভিন্ন জনপ্রিয় সব কবিতার বিখ্যাত চরিত্ররা - বাবুরাম সাপুড়ে, প্যাঁচা আর প্যাঁচানি, হুঁকোমুখো হ্যাংলা-রা।
চোখ এড়িয়ে যায় না, সেইসব ইলাস্ট্রেশনের উপর গড়িয়ে পড়া রক্তের ধারা কিংবা পোস্টারের এখানে ওখানে জমাট হয়ে বেঁধে থাকা চাপ চাপ রক্তের ছাপ। অর্থাৎ এ ছবির নামে আবোল তাবোল থাকলেও তার মধ্যে যে লুকিয়ে রয়েছে খুন, রক্তপাত, এর মাধ্যমেই দেওয়া হল সেই ইঙ্গিত।
ছবির গল্পে বিবাহবিচ্ছিন্না ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর স্বামী নিখোঁজ হয়ে যান। সেই রহস্যের তদন্তে নেমে পড়তে দেখা যাবে ঋতুপর্ণাকে। তাকে সঙ্গ দেবেন রাহুল বোস। ছবিতে ঋতু আর রাহুল ঘনিষ্ঠ বন্ধু। রহস্য উদ্ঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তারা।
এমআইকে