ভক্তদের ভিড়ে পিষে হাসপাতালে ভর্তি অজিত কুমার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। বুধবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ভক্তদের ভিড় থেকে প্রচণ্ড চোট পান তিনি; ফলে এমন বিপদের মুখে অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে যান অজিত। সেখানে ভক্তরা আচমকা তাকে ঘিরে ধরে। এমন অবস্থায় অভিনেতার যখন ভিড়ে পিষে যাওয়ার উপক্রম, তখন পায়ে চোট পান অজিত। পরদিন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়।
জানা গেছে, পদ্মভূষণ সম্মানে ভূষিত হওয়ার পর দিল্লি থেকে চেন্নাই ফেরেন অভিনেতা। সে সময় বিমানবন্দরে জড়ো হওয়া ভক্তদের ভিড়ে পায়ে চোট পান তিনি।
আরও পড়ুন
ত্যাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাকে খুব দ্রুতই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে পদ্মভূষণে ভূষিত হন অজিত। বর্তমানে এই নায়ক ব্যস্ত রয়েছেন তার আগামী ছবি ‘গুড ব্যাড আগলি’ নিয়ে। একজন তামিল অভিনেতা ছাড়াও তিনি একজন ফর্মুলা রেসিং অ্যাথলেট হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
ডিএ