আইদাহ্ বড় হয়ে ফাইটার প্লেন চালাবে : আসিফ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার সংগীতশিল্পী তার মেয়েকে নিয়ে এক পোস্ট দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে, তার মেয়ে আইদাহ্ বড় হয়ে ফাইটার প্লেন চালাবে।
মেয়ের জন্মদিনের কথা উল্লেখ করে আসিফ আকবর লিখেছেন, ‘আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ্ এখন চার বছরে পরলো। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ্। হাসিখুশি মেয়েটা আমার জিদ্দীও যথেষ্ট।’

আরও পড়ুন
‘নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার খুব শখ আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই লক্ষ্যে যা যা করণীয়, বাবা হিসাবে সবই করবো ইনশাআল্লাহ। তাঁর জীবনের শিক্ষা এবং গতিপ্রকৃতি নিয়ে ভবিষ্যতের প্ল্যানেই আছি। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই, বাকী আল্লাহ মালিক জানেন।’
সংগীতশিল্পীর ভাষ্য, ‘মেয়ের জন্মদিনে ঢাকায় নেই, দক্ষিণ কোরিয়া এসেছি কনসার্টে। এখানে বাচ্চাদের সাথেই সময় কাটাবো, গান গাইবো। খুব মিস করবো, কিছু করার নেই। মেয়ে আমাকে সবসময় খুব খুঁজতে থাকে, বাসায় থাকলে পাশেই থাকে। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আইদাহ্ মা'মনি। আনন্দে বাঁচো।
ভালবাসা অবিরাম।’
এমআইকে