‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্নাহ

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম মাবরুর রশিদ বান্নাহ। গতবছর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দৃশ্যমান হয় স্বৈরশাসক শেখ হাসিনার পৈশাচিকতা। সে ঘটনাগুলোকে কেন্দ্র করে বান্নাহ নির্মাণ করেছেন ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ ওয়েব ফিল্ম।
এবার ‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন
পোস্টে মাবরুর রশিদ বান্নাহ লিখেছেন, “নাস্তা” বানাইছি, “লাঞ্চ” বানাইছি এবার “ডিনার”। আরেকটা কথা “নাস্তা” ও “লাঞ্চ” এর আনসেন্সরড ভার্সন কামিং আপ নেক্সট। নেটিজেনরা কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

খন্দকার ফিরোজ নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘ডিনার এর জন্য অপেক্ষা করছিলাম।’ রাসেল আরিয়ান নামে আরেকজনের ভাষ্য, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
প্রসঙ্গত, ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ ওয়েব ফিল্ম উঠে এসেছে, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস হত্যা থেকে শুরু করে তাদের কালো অধ্যায়। ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ ওয়েব ফিল্ম মুক্তি পাওয়ার পরে এ নিয়ে প্রশংসায় ভাসছেন বান্নাহ।
এমআইকে