ইমরোজ শাওনের নির্মাণে আসছে ‘আশিকি’

আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হন। ভালো গান করেন, স্বপ্ন দেখেন বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই।
এদেরকে নিয়েই এগিয়ে গেছে নাটকের গল্প। যার নাম ‘আশিকি’।
ঈদের বিশেষ এই নাটক নির্মাণ করেছেন ইমরোজ শাওন। যেখানে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর জেস চরিত্রে দেখা যাবে নাজনীন নীহাকে।
সিএমভি’র ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার। আগন্ন ঈদেই মুক্তি পাবে এই নাটক।
এনএইচ