‘অভিনেত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারতাম না’

জীবনের নানা প্রতিকূল পরিস্থিতি সকলেরই আসে আর সেই কঠিন সময় পেরিয়ে আসাই আসল সাফল্য। তারকাদের জীবন বাইরে থেকে যতই ঝলমলে মনে হোক না কেন, আড়ালে থাকে অনেক ব্যক্তিগত সংগ্রাম।
ভারতের দক্ষীণি অভিনেত্রী রাশমিকা মান্দানাও এর ব্যতিক্রম নন। রাশমিকা তার ভক্তদের সঙ্গে জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন।
সম্প্রতি আবারও এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলেছেন। এক ভক্ত রাশমিকাকে প্রশ্ন করেন, যখন মানুষ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং জীবন অসহনীয় মনে হয়, তখন সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা উচিত?
আরও পড়ুন
এই প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘নিজের চারপাশে শুধু সেই মানুষদের রেখো, যাদের তুমি ভরসা করো। এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার উপর আস্থা রেখেছে। তাহলেই জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। পরে তুমি এই সিদ্ধান্তের জন্য নিজেই গর্ববোধ করবে।’
অভিনেত্রীর এই উত্তরে তার ভক্তরাও সহমত পোষণ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে কি রাশমিকা কঠিন সময়ে তার পরিবারের সঙ্গেই সময় কাটান? শুধু তাই নয়, রাশমিকা জানান যে অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনাও তার ছিল না।
তার কথায়, ‘সত্যি বলতে আমি ছোটবেলায় কখনোই অভিনেত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারতাম না। কিন্তু পিছন ফিরে তাকালেই আমার মনে পড়ে যায় নানা মুহূর্ত। কারণ এটা সত্যিই আমার জীবনকে অনেকাংশে পরিবর্তন করে দিয়েছে।’
এমআইকে