দিলজিতের বিষয়ে যা বললেন পরিচালক

২০০৫ সালের ব্লকবাস্টার কমেডি ছবি ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল ‘নো এন্ট্রি টু’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের মতো তারকাদের অভিনয় করার কথা ছিল। তবে মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কিছু পরিবর্তনের কারণে তা স্থগিত হয়ে যায়।
পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ নাকি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন, যার পেছনে সৃজনশীল মতবিরোধকে কারণ হিসেবে মনে করছে নেটিজেনরা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির পরিচালক আনিস বাজমি।
আরও পড়ুন
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আনিস বাজমি নিশ্চিত করেছেন যে, কিছু কারণে আপাতত তার এই সিনেমার কাজ স্থগিত রয়েছে। তবে তিনি দ্রুত এই সমস্যার সমাধানের বিষয়ে আশাবাদী।
আনিসের কথায়, ‘যে কোনো বড় সিনেমার ক্ষেত্রে এই ধরনের ঘটনা খুব স্বাভাবিক। দিলজিৎ সত্যিই অত্যন্ত ভালো অভিনেতা। খুব ভালো মানুষ তার সঙ্গে অনেক আলোচনাও হয়েছে। দিলজিৎ এই সিনেমাটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন।’
দিলজিতের প্রশংসা করে পরিচালক আরও বলেন, ‘দিলজিৎ এমন একজন মানুষ, যিনি খুব সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। খুব স্মার্ট তাড়াতাড়ি সিদ্ধান্তও নিতে পারেন। আমি সবসময় এমন শিল্পীদের প্রশংসা করি যাদের কনসেপ্ট ক্লিয়ার। কিছুদিন আগে যখন আমাদের দেখা হয়, তখন আমরা বুঝতে পারি যে তারিখ নিয়ে একটা সমস্যা রয়েছে।’
এমআইকে